পঞ্চগড়ে চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

পুলিশ জানায়, ঘটনাটি আত্মহত্যা বলে প্রতীয়মান হচ্ছে; তবে তদন্ত চলছে।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2023, 06:35 AM
Updated : 24 April 2023, 06:35 AM

পঞ্চগড়ে এক নবীন চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. দুলাল উদ্দিন জানান, রোববার সন্ধ্যায় শহরের উত্তর জালাসীপাড়া মহল্লার বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

২৭ বছর বয়সী নিহত রিয়াজুল হাসান শুভ ওই মহল্লার বাসিন্দা এবং জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী হাফিজুর রহমানের ছেলে। 

শুভর স্বজনরা জানান, তিনি (শুভ) ২০২১ সালে রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। ২০২২ সালে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চাকরি নেন। 

নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশের পরিদর্শক দুলাল উদ্দিন জানান,  দুপুরের খাবারের পর শুভ ঘর থেকে বের হননি। সন্ধ্যার আগে আগে তাকে ডাকা হয়। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া মেলেনি। কক্ষের দরজা ভেতর থেকে আটকানো ছিল। পরিবারের একজন জানালা দিয়ে উঁকি দিয়ে শুভকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। 

পুলিশে খবর দিলে তারা লাশ উদ্ধার করে সদর হাসপাতালে নেয়। 

দুলাল উদ্দিন আরও বলেন, “ঘটনাটি আত্মহত্যা বলে প্রতীয়মান হচ্ছে, তবে তদন্ত চলছে। কারও আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তরের পর সোমবার সকালে পঞ্চগড় কেন্দ্রীয় গোরস্থানে তার দাফন হয়।” 

নিহতের বন্ধু হাবিব জানান, পারিবারিক সমস্যায় শুভ মানসিকভাবে চাপে ছিলেন।   

এদিকে, খবর পেয়ে জেলা ও দায়রা জজ শরীফ হোসেন হায়দার এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক ঘটনাস্থলে যান।