ঢাকা থেকে ৩০-৩৫ জনের একটি দল মুন্সীগঞ্জের পদ্মায় বেড়াতে গিয়েছিলেন বলে জানায় পুলিশ।
Published : 12 Apr 2024, 09:48 PM
ঢাকা থেকে বেড়াতে গিয়ে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় পদ্মা নদীতে গোসলে নেমে রেলওয়ের প্রকৌশলী এবং ব্যাংকারের মৃত্যু হয়েছে; নিখোঁজ রয়েছে এক স্কুলছাত্র।
শুক্রবার বিকালে উপজেলার ধানকোড়া চরের কাছে নদীতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দিঘিরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনসার উজ্জামান।
নিহতরা হলেন- বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রিয়াদ আহমেদ রাজু (৪৫) ও ব্যাংক কর্মকর্তা জুয়েল রানা (৪০)। তারা সম্পর্কে ভায়রা।
নিখোঁজ রিয়াদ রামিন আরিদ প্রকৌশলী রিয়াদ আহমেদের ছেলে। আরিদ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।
মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের পরিদর্শক সঞ্জয় কুমার রায় বলেন, ঢাকার মোহাম্মদপুর থেকে তারা বেড়াতে গিয়েছিলেন।
রাত সাড়ে ৯টার কিছু পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, দুইজনের লাশ উদ্ধারের পর নিখোঁজ কিশোরের খোঁজে উদ্ধার অভিযান চালানো হয়। কয়েক ঘণ্টাতেও তার খোঁজ না পাওয়ায় রাতে অভিযান বন্ধ করা হয়েছে। সকালে আবার উদ্ধার কার্যক্রম শুরু করা হবে।
তিনি বলেন, তারা ট্রলারে করে পদ্মায় ঘুরতে বেড়িয়েছিলেন। দীঘির পাড় থেকে নদীর ভেতরে ধানকোড়া চরে ট্রলার ভেড়ান। সেখানে নেমে গোসলের সময় একে একে তিনজন তলিয়ে যান।
ট্রলারে থাকা অন্যদের বরাতে এই কর্মকর্তা বলেন, চরের পাশে নদীতে এত গভীরতা বুঝতে পারেননি। একে একে তলিয়ে যেতে শুরু করলে তারা এক অপরকে বাঁচানোর চেষ্টা করে সফল হয়নি।
পুলিশ কর্মকর্তা আনসার উজ্জামান বলেন, ঢাকা থেকে বেড়াতে আসা ৩০-৩৫ জন ট্রলার নিয়ে পদ্মায় ভ্রমণে বের হয়। পরে ধানকোড়ার কাছে ট্রলার থামিয়ে ১০-১২ জন গোসল করতে নদী নামেন। গোসলের এক পর্যায়ে তিনজন পানিতে তলিয়ে যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবরি দল দুইজনের লাশ উদ্ধার করে এবং নিখোঁজ আরেকজনকে উদ্ধারে তল্লাশি চালায় বলে জানান তিনি।