বাক ও শ্রবণ প্রতিবন্ধী ওই যুবক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গাজীপুরের ছাত্রদের সঙ্গে মাঠে থেকেছেন বলে জানা গেছে।
Published : 10 Oct 2024, 04:18 PM
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক মারা গেছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বাগাতিপাড়ার টেটনপড়া এলাকায় চিলাহাটি থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয় বলে জানান শান্তাহার রেলওয়ে থানার ওসি মো. মুক্তার হোসেন।
আনুমানিক ৩০ বছর বয়সী ওই যুবকের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। ওই যুবকের পরনে সাদা রংয়ের টিশার্ট ও ময়লাযুক্ত ঘিয়া রংয়ের প্যান্ট ছিল।
নিহত ওই যুবকের কাছে পাওয়া একটি কার্ডে থাকা নম্বরে স্থানীয় সাংবাদিকেরা যোগাযোগ করলে সেটি ঢাকা নর্দান ইউনিভার্সিটির ছাত্র আফজালুর রহমান শুভ ধরেন।
তিনি বলেন, ওই যুবক বাক ও শ্রবণ প্রতিবন্ধী ছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কিছুদিন ওই যুবক ঢাকার গাজীপুরের একটি পরিত্যক্ত পুলিশ বক্সে রাত্রি যাপন করেছেন এবং দিনের বেলায় ছাত্রদের সঙ্গে আন্দোলনে মাঠে থেকেছেন।
রেলওয়ে পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, নিহতের পরিচয় সনাক্তে কাজ চলমান আছে।
ওসি মুক্তার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।