পুলিশ জানায়, কভার্ড ভ্যান তল্লাশি করে চারটি পাটের বস্তা থেকে ৩৪ পোটলা গাঁজা উদ্ধার করা হয়।
Published : 09 Jun 2024, 04:38 PM
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ১০১ কেজি গাঁজাসহ দুই ‘মাদক কারবারীকে’ গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
রোববার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান জানান।
গ্রেপ্তাররা হলেন- ওই উপজেলার সান্তোষপাড়া গ্রামের সুমন বাপ্পি এবং টুয়েল মণ্ডল।
অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে সান্তোষপাড়া গ্রামে মোকলেছার নামে এক ব্যক্তির পুকুরের আশপাশে একটি কভার্ট ভ্যানে করে গাঁজা পরিবহন করে হস্তান্তর করা হবে।
“পরে শনিবার রাতে সন্তোষপাড়া পাকা রাস্তার উপর পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০ থেকে ১২ জন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এই সময় সুমন বাপ্পি ও টুয়েল মণ্ডলকে গ্রেপ্তার করা হয়।”
তিনি বলেন, “পরে কভার্ড ভ্যান তল্লাশি করে চারটি পাটের বস্তা থেকে ৩৪ পোটলা গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার ওজন ১০১ কেজি। যার আনুমানিক মূল্য ২০ লাখ ২০ হাজার টাকার।”
গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করা হবে এর সঙ্গে আর কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।