মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পেছনে ধাক্কা দেয়।
Published : 18 Aug 2024, 01:08 PM
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই মোটরসাইকেল আরোহী।
রোববার সকাল পৌনে ১১টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাটের মাদ্রাসা রাজপাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মোল্লাহাট হাইওয়ে পুলিশের এসআই মো. আসাদুর রহমান।
নিহতরা হলেন, মোল্লাহাট উপজেলার মেছের গাওলা গ্রামের লিয়াকত শেখের ছেলে মো. রানা (২৭) এবং একই গ্রামের রাজা সরদারের ছেলে অমিত সরদার (২৬)।
এসআই আসাদুর বলেন, খুলনা থেকে ছেড়ে আসা একটি বাসে মোল্লাহাটের দিকে যাচ্ছিল। সকাল পৌনে ১১টার দিকে মোল্লাহাটের মাদ্রাসা রাজপাট এলাকায় দ্রুতগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির পেছনে ধাক্কা দেয়।
“এতে মোটরসাইকেলে থাকা দুই জন ছিটকে সড়কে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।”
খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।