পরিবারের সদস্য ও এলাকাবাসী মিলে প্রায় ২৫ জনের সঙ্গে পর্যটন এলাকা সাদামাটির পাহাড় দেখতে গিয়েছিলেন সুমন।
Published : 02 Jun 2024, 08:35 PM
নেত্রকোণায় দুর্গাপুরে ঘুরতে গিয়ে বিজয়পুর সাদা মাটি পাহাড়ের নীল পানির লেকে ডুবে মারা গেছেন এক তরুণ।
রোববার দুপুরে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান দুর্গাপুর থানার এসআই মো. আতিকুজ্জামান।
মারা যাওয়া সুমন মিয়া (২১) গাজীপুর জেলার শ্রীপুর থানার গরগরিয়া এলাকার শফিকুল ইসলামের ছেলে। পরিবারের সদস্য ও এলাকাবাসী মিলে প্রায় ২৫ জনের সঙ্গে পর্যটন এলাকা সাদামাটির পাহাড় দেখতে গিয়েছিলেন সুমন।
এসআই আতিকুজ্জামান জানান, দুপুরের দিকে নীল পানির লেকে গোসল করতে নেমেছিলেন সুমনসহ কয়েকজন। কিন্তু সাঁতার না জানায় একপর্যায়ে পানির নিচে তলিয়ে যান সুমন। এ সময় সঙ্গে থাকা অন্যরা তাকে উদ্ধারের চেষ্টা চালান। কিন্তু পারেন নি।
প্রায় আধাঘণ্টা পর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।
এসআই জানান, হাসপাতালে মরদেহের সুরতহাল তৈরি করা হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।