অনেক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা না থাকলেও গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা।
Published : 27 Jul 2023, 07:01 PM
বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকায় জমায়েত হওয়া ফেনীর অর্ধশতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি।
বৃহস্পতিবার এ অভিযোগ করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন (ভিপি জয়নাল)।
তিনি বলেন, “বিএনপির জনসভায় অংশগ্রহণের জন্য ফেনী জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের শতশত নেতা-কর্মী ঢাকা অবস্থান করছেন। এদের মধ্যে জেলা বিএনপির জ্যেষ্ঠ নেত্রীসহ একটি গ্রুপ নয়াপল্টনের মিডওয়ে আবাসিক হোটেলে ছিলেন।”
সাবেক এই সংসদ সদস্য বলেন, “বুধবার মধ্যরাতে হঠাৎ পুলিশ হোটেল মিডওয়েতে হানা দিয়ে সেখান থেকে শতাধিক নেতা-কর্মীকে আটক করে।”
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদীন আরও বলেন, “এর মধ্যে ফেনী জেলা বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মী রয়েছেন। অনেকের বিরুদ্ধে কোনো মামলাও নেই, তাদেরও গ্রেপ্তার দেখানো হয়েছে।”
তিনি বলেন, গ্রেপ্তারদের মধ্যে আছেন- জেলার বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী, জেলা যুবদলের সহ-সভাপতি শাহাদাত হোসেন সেলিম, যুগ্ম সম্পাদক দাউদুল ইসলাম মিনার, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকের হোসেন রিয়াদ, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেজবাহ উদ্দিন মিয়াজী, সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, বালিগাঁও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কাজী কামরুল হাসান, যুগ্ম আহ্বায়ক নুর নবী, ফেনী পৌর ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন।
এছাড়া বালিগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শওকত আলী শাকিল, তুহিন, সোহাগ, সাইফুর রহমান রুবেল পাটোয়ারী, সোনাগাজী ৭ নম্বর সদর ইউনিয়নের সমির খান, জাহিদুল ইসলাম হিরন, দাগনভূইয়া উপজেলা ছাত্রদল নেতা রুবেল, আশ্ফুল ইসলাম, জাতীয়তাবাদী হেল্পসেল এর প্রধান সমন্বয়ক সুমন আহসানসহ অর্ধশতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ফেনীর পুলিশ সুপার জাকির হাসান বলেন, “ফেনী বিএনপির কোনো নেতা-কর্মী ঢাকায় গ্রেপ্তার হয়েছে এমন তথ্য আমরা এখনও পাইনি।
“যদি সেখানে কেউ গ্রেপ্তার করা হয়ে থাকে তাহলে ঢাকা থেকে প্রসেসিং শেষে আমাদের জানানো হবে।”
এ ব্যাপারে তথ্য পেলে পরবর্তীতে জানানো হবে বলে এই পুলিশ সুপার জানান।
আরও পড়ুন