গুরুতর আহত অবস্থায় লেগুনা চালককে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Published : 13 Jun 2024, 03:53 PM
সিলেটের বিশ্বনাথ উপজেলায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে; এ সময় লেগুনা চালক গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার সিলেট-সুনামগঞ্জ হাইওয়ে রোডের সিরাজপুর কাজীবাড়ীর পশ্চিমে সাহেবনগর পয়েন্ট এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিশ্বনাথ থানা ওসি রমা প্রসাদ চক্রবর্তী।
নিহতরা হলেন- সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাইকাপন গ্রামের বদরুল আলমের ছেলে শিব্বির আহমেদ (৪২) এবং একই এলাকার কৌশর আলমের ছেলে শাহিন মিয়া (২৮)।
স্থানীয়দের বরাতে ওসি রমা প্রসাদ বলেন, সকালে উপজেলার ওই সড়কে সিলেটগামী লেগুনার সঙ্গে সুনামগঞ্জগামী শ্যামলী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে লেগুনায় থাকা দুই যাত্রীর মৃত্যু হয়।
এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় লেগুনা চালক নাইমকে (১৮) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে জয়কলস হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।