“অভিযানে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও পিস্তলের কভার উদ্ধার করা হয়।”
Published : 06 Sep 2024, 05:24 PM
নাটোরে এক যুবলীগ নেতার বাড়িতে অভিযান চালিয়ে পিস্তল ও গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী।
শুক্রবার ভোরে শহরের কানাইখালী এলাকা থেকে ওই আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয় বলে নাটোর সদর থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম জানান।
যার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হয়েছে তিনি হলেন- নাটোর জেলা যুবলীগের সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরী এহিয়ার।
শফিকুল ইসলাম বলেন, “সেনাবাহিনী, ম্যাজিস্ট্রেট, পুলিশ ও আনসার সদস্যরা মিলে যৌথবাহিনীর অভিযান শুরু করে। এ সময় বাশিরুর রহমান খান চৌধুরী এহিয়ারের বাসা থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও পিস্তলের কভার উদ্ধার করা হয়।”
এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।