শিশুটিকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ ধানক্ষেতে ফেলে দেয় দুর্বৃত্তরা, বলছে পুলিশ।
Published : 15 Nov 2024, 04:07 PM
নড়াইলে ধানক্ষেত থেকে এক শিশুর হাত বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে; যার পরিবারের লোকজনকে চিরকুটে লিখে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।
কালিয়া উপজেলার নড়াগাতী থানার পাকুড়িয়া গ্রাম থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় হামিদা খানম নামে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।
ওইদিন সকালে শিশুটির পরিবারের লোকজন বাড়ির পাশ থেকে হত্যার হুমকি দিয়ে লেখা চিরকুটটি পায় বলে কালিয়া থানার ওসি শরিফুল ইসলাম জানান।
নিহত ছয় বছর বয়সী হামিদা খানম ওই গ্রামের সাহানুর শেখের মেয়ে।
শিশুটির পরিবারের বরাতে ওসি বলেন, “বৃহস্পতিবার দুপুরে হামিদা মায়ের কাছ থেকে আপেল নিয়ে বাড়ির পাশে সঙ্গীদের সঙ্গে খেলতে যায়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন জায়গায় খোঁজখুঁজি শুরু করে।
“এক পর্যায়ে সন্ধ্যার দিকে বাড়ি পাশে ধানক্ষেতে হামিদার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তার হাত রশি দিয়ে বাঁধা এবং মরদেহ কচুরিপানা দিয়ে ঢাকা ছিল।”
হামিদার বাবা সাহানুর রহমান বলেন, বাড়ির পাশ থেকে পাওয়া একটি চিরকুটে তিনি ও তার ভাইয়ের সন্তানদের হত্যার হুমকি দেওয়া হয়েছিল। বুধবার রাতের কোনো এক সময় চিরকুটটি বাড়ির পাশে ফেলে রাখা হয়েছিল।
তিনি বলেন, “পূর্ব শত্রুতার জের ধরে যারা হত্যার হুমকি দিয়েছিল, তারাই হামিদাকে হত্যা করেছে।”
তবে কে বা কারা ‘শত্রু’ এবং কোথা থেকে পাঠিয়েছে সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি সাহানুর।
হত্যাকাণ্ডের কারণ বের করতে তদন্ত চলছে জানিয়ে ওসি শরিফুল বলেন, “প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে শিশুটিকে শ্বাসরোধে নৃশংসভাবে হত্যার পর মরদেহ ধানক্ষেতে ফেলে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।”