গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঘোড়া প্রতীকের এক কর্মীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
Published : 07 May 2024, 04:50 PM
নির্বাচনি সভা ডেকে ভোজের আয়োজন করায় গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর এক কর্মীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে উপজেলার নগরহাওলা গ্রামে এ আদালত পরিচালনা করেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা।
অর্থদণ্ড পাওয়া হারুনুর রশিদ বাবুল ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আইনজীবী জামিল হাসান দুর্জয়ের কর্মী।
সহকারী কমিশনার শাইখা সুলতানা জানান, দুপুরে উপজেলার নগরহাওলা গ্রামে ঘোড়া প্রতীকের নির্বাচনি সভা ডাকা হয়। সেখানে আসা কর্মী ও সমর্থকদের জন্য খিচুড়ির আয়োজন করেন হারুনুর রশিদ; যা নির্বাচনি আইনে নিষিদ্ধ।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হারুনুর রশিদকে ৫০ টাকা জরিমানা করে আদায় করা হয় বলে জানান তিনি।
পরে রান্না করা তিন পাতিল খিচুড়ি স্থানীয় জৈনাবাজারসহ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয় বলে জানান উপজেলা সহকারী কমিশনার।
উপজেলা কমিশনার শাইখা সুলতানা বলেন, “অভিযান পরিচালনার সময় নেতাকর্মীরা অসৌজন্যমূলক আচরণ করেন। পরে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় নেতা-কর্মীদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী জামিল হাসান দুর্জয়ের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ২১ মে গাজীপুরের শ্রীপুর উপজেলায় ভোট হবে। এ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জামিল হাসান দুর্জয় (ঘোড়া), সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল জলিল (আনারস), আওয়ামী লীগ নেতা শাখাওয়াত হোসেন শামীম (মোটরসাইকেল)। এ ছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নয়জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।