“বালু মহল ও মাটি ব্যবস্থাপনা ২০১০ এর ১৫ ধারায় এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।”
Published : 14 Jan 2025, 09:56 PM
খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড় কাটার অভিযোগে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকালে উপজেলার মেরুং ইউনিয়নের বাঙালি পাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ।
অভিযোগের মুখে থাকা ব্যক্তির নাম কৃত্তি রঞ্জন ত্রিপুরা। তিনি বোয়ালখালী ইউপির মায়াফা পাড়ার বাসিন্দা এবং ওই পাহাড়ের মালিক।
ইউএনও বলেন, “পাহাড় কাটা সম্পূর্ণ নিষিদ্ধ জানার পরও অবৈধ ভাবে পাহাড় কাটার অভিযোগে জমির মালিক কৃত্তি রঞ্জন ত্রিপুরাকে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা ২০১০ এর ১৫ ধারায় এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।”
জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। ভবিষ্যৎতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।