মঙ্গলবার দুপুরে এই দেয়ালচিত্রের বিষয়ে আপত্তি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিতে দেখা যায় কয়েকজনকে।
Published : 18 Mar 2025, 05:55 PM
কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদের দেয়ালে 'জেন্ডার সমতা' বিষয়ে আঁকা দেয়ালচিত্র মুছে দেওয়া হয়েছে।
সোমবার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেনের উদ্যোগে দেয়ালচিত্রটি আঁকা হয়েছিল বলে জানান টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন।
মঙ্গলবার দুপুরে এই দেয়ালচিত্রের বিষয়ে আপত্তি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিতে দেখা যায় কয়েকজনকে। দেয়ালচিত্র মুছে দেওয়ার পর সেই তথ্যও আবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে জানানো হয়।
রোবায়েত হোছাইন নামের একজন ফেইসবুকে লেখেন- “টেকনাফ উপজেলার দেওয়ালিকা আধা ঘণ্টার মধ্যে যদি এটা সড়ানো (সরানো) না হয় তাহলে আলেম সমাজকে আপনাদের মাথার উপর ভেঙে দিব, ইনশাআল্লাহ।”
ইকবাল আজিজ নামে আরেক ফেইসবুক ব্যবহারকারী লেখেন, “টেকনাফ উপজেলার দেয়াল অঙ্কনটি মুছে ফেলা হোক, না হয় আলেম সমাজ ধর্মপ্রাণ মুসলমান গুড়িয়ে দিতে বাধ্য হবে।”
পরে ৩০ মিনিটের মধ্যে আরেকটি পোস্টে রোবায়েত হোছাইন লেখেন, “সড়ানো (সরানো) হচ্ছে দেওয়ালিকাটি। ইসলাম ও সমাজ রক্ষার বিষয়ে ছাত্ররা বড্ড পরিকর (বদ্ধপরিকর)।”
এই বিষয়ে ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, “সেভ দ্য চিলড্রেন থেকে এই গ্রাফিতিটি করেছিল, ছাত্ররা প্রতিক্রিয়া দেখিয়েছে শুনেছি। ওরা ভুল বুঝেছে, জেন্ডার সমতা মানে তারা মনে করেছে সমকামিতা।
“জেন্ডার সমতার অর্থ বুঝে নাই, না বুঝে ১০-১২ জন অ্যাটাক করে এটা মুছে দিয়েছে। এইটুকু শুনেছি, বিষয়টি খতিয়ে দেখছি।”
এ ব্যাপারে সেভ দ্যা চিলন্ডেনের বক্তব্য জানার চেষ্টা চলছে।