পুলিশ জানায়, আশাদুল তার দ্বিতীয় স্ত্রী বেলা বেগমের সঙ্গে থাকতেন।
Published : 10 Jun 2024, 12:18 PM
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একদিন আগে নিখোঁজ এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সাদুল্লাপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, উপজেলার ইদিলপুর ইউনিয়নের চকনদী গ্রামের বেকা রাস্তার জামদানি সেতুর নিচ থেকে রোববার সন্ধ্যায় লাশটি উদ্ধার করেন তারা।
নিহত ৫৫ বছর বয়সী আশাদুল ইসলাম পলাশবাড়ী উপজেলার সদরের ছোট আমবাড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে।
তার লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহতের স্বজনদের বরাতে ওসি শফিকুল বলেন, “আশাদুল তার দ্বিতীয় স্ত্রী বেলা বেগমের সঙ্গে চকনদী গ্রামে থাকতেন। শনিবার বিকালে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেন নাই।
“পরদির বিকালে ওই স্থানে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে আশাদুলের স্বজনরা গিয়ে তার লাশ সনাক্ত করেন।”
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা শফিকুল ইসলাম জানান।