Published : 02 May 2025, 03:28 PM
পিরোজপুরে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখলে থাকা ‘ভাড়ানির খাল’ পুনঃখনন খনন এবং এর আশেপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন।
শুক্রবার সকাল থেকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে খাল খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয় বলে পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান জানান।
পিরোজপুর পৌরসভা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, পিরোজপুর পৌর শহরের মাঝ দিয়ে বয়ে চলা দুই কিলোমিটার দীর্ঘ ও প্রায় ২০ থেকে ২২ ফুট প্রস্থের একটি খাল রয়েছে। খালের দুই পাশে গড়ে উঠেছিল অবৈধ স্থাপনা। এতে খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত এবং এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছিল।
বিষয়টি জেলা প্রশাসকের নজরে এলে এসব স্থাপনা ভেঙে খালটির আগের অবস্থানে ফিরিয়ে আনার উদ্দ্যোগ নেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে খালের দুই পাশের বেশ কয়েকটি অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। কেটে ফেলা হয়েছে গাছ। এর মধ্যে বেশ কিছু পাকা স্থাপনাও রয়েছে।
তবে এ বিষয়ে অবৈধভাবে দখলে রাখা সংশ্লিষ্ট বাড়ির মালিকদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আগেই নোটিশ দেওয়া হয়েছিল বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা তারেক রানা চৌধুরী বলেন, “ভাড়ানি খালটিকে সংস্কার ও পুনঃখনন করার ব্যাপারে পিরোজপুরে জেলা প্রশাসক যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। পিরোজপুরের খালগুলোকে খনন করার জন্য একটি পরিকল্পনা নেওয়া উচিত।”
পিরোজপুর সচেতন নাগরিক কমিটি-সনাকের সদস্য খালিদ আবু বলেন, এই খাল শুধুমাত্র পানি প্রবাহের জন্য নয় বরং শহরের পরিবেশ সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ বিষয়ে জেলা প্রশাসক আশরাফুল আলম খান বলেন, “ভাড়ানির খালটি খনন ও দখলমুক্ত করা পিরোজপুর পৌরবাসীর প্রাণের দাবি ছিল। এই দূষণ ও দখলের কারণে খালের পানি প্রবাহ পুরোপুরি বন্ধ ছিল।
“স্থানীয়রা আমাকে জানালে আমরা খালটি খননের কার্যক্রম শুরু করি। ২ কিলোমিটার দীর্ঘ এ খালটি আমরা খনন করছি।”