উদ্ধার পণ্যের মধ্যে কাশ্মীরি হিজাব, থ্রি পিস, চিনি, লবণ রয়েছে।
Published : 01 Dec 2024, 09:10 PM
সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১ কোটি ৯০ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বিজিবি।
রোববার দুপুরে সিলেট বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, শনিবার ও রোববার সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত এলাকা থেকে বিজিবি এসব চোরাই পণ্য উদ্ধার করে।
বিজিবি জানায়, সিলেটের সীমান্তবর্তী সংগ্রাম, সোনারহাট, প্রতাপপুর, উৎমা, মিনাটিলা, কালাসাদেক, কালাইরাগ, সোনালীচেলা এবং সুনামগঞ্জের দোয়ারাবাজারের বাংলাবাজার এলাকা থেকে দুই দিনে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ক্রিম, কাশ্মীরি হিজাব, থ্রি-পিস, চিনি, লবণ, গরুর মাংস, মাদকদ্রব্য ও বিপুল পরিমাণ বাংলাদেশি রসুন, শিং মাছ ও পাথর উত্তোলনকারী নৌকা রয়েছে। রসুন ও মাছ বাংলাদেশ থেকে ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিল।
উদ্ধার পণ্যের বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৯০ লাখ ১১ হাজার ৩০০ টাকা বলে লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর জানিয়েছেন।
তিনি বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাই মালামাল জব্দ করা হয়।”