দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে বলে জানান তিনি।
Published : 14 Apr 2024, 05:06 PM
দেশে দুর্নীতি থাকলেও তা নিয়ে অভিযোগ করা বিএনপির মুখে মানায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
তিনি বলেন, “দুর্নীতি সব দেশেই আছে। এখানে যে নেই তা বলবো না। তবে বিএনপির মুখে অন্য কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মানায় না। কারণ তাদের আমলে পরপর পাঁচ বার দুর্নীতিতে বিশ্বে ১ নাম্বার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ। ”
রোববার বেলা ১২টায় কুষ্টিয়া সরকারি কলেজে বাংলা নববর্ষ উপলক্ষে ‘বৈশাখী আড্ডা’ অনুষ্ঠানে এসব কথা বলেন কুষ্টিয়া-৩ আসনের এই সংসদ সদস্য।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে এই আওয়ামী লীগ নেতা বলেন, “আন্তর্জাতিক বাজার অস্থিতিশীল। এর ঢেউ এখানেও আছে। এছাড়া অসাধু ব্যবসায়ীরা সুযোগ পেলেই বাজার অস্থির করে ফেলে।”
তবে সরকার এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নিচ্ছে বলেও আশ্বস্ত করেন তিনি।
ব্যবসায়ীদের সিন্ডিকেট প্রসঙ্গে হানিফ বলেন, ব্যবসায়ীরা রাজনীতি করতে পারেন, এতে কোনো বাধা নেই। ব্যবসায়ী হলেই যে সিন্ডিকেটে যুক্ত থাকবেন এ অভিযোগ সঠিক না।