মোট তিন লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Published : 11 Jun 2024, 12:24 AM
গাজীপুর সিটি করপোরেশন এলাকায় ৩০০ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ সময় চারজনকে জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে কুনিয়া এলাকায় এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী আসাদুজ্জামান আজাদ জানান।
তিনি বলেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজের নেতৃত্বে এই অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় অবৈধ সংযোগের দায়ে ওই এলাকার মনির হোসেনকে এক লাখ, আয়েশা আক্তারকে ৫০ হাজার, এনামুল হক চুন্নুকে ২ লাখ এবং মামুন মির্জাকে ১০ হাজারসহ মোট তিন লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া বিপুলসংখ্যক পাইপ, রাইজার এবং চুলা জব্দ করা হয়।
অভিযান পরিচালনার সময় অন্যান্যের মধ্যে তিতাস গ্যাস গাজীপুর কার্যালয়ের উপ-ব্যবস্থাপক মো. আমিরুল ইসলাম, কে এইচ ফয়সাল আহমেদ, আমজাদ হোসেন ও শেখ জাবের নূরানী, সহকারী প্রকৌশলী হাসান আল ফয়সাল ও রাকিব হাসান, উপ-সহকারী প্রকৌশলী জুয়েল রানা উপস্থিত ছিলেন।