জাল নিয়ে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে নেমেছিলেন ওই জেলে।
Published : 15 May 2024, 08:42 PM
ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে খনন করে রাখা একটি গর্তের পানিতে তলিয়ে গিয়ে প্রাণ হারিয়েছেন এক জেলে।
বুধবার বিকালে নগরীর চরকালীবাড়ী পাওয়ার হাউজ সংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে এই জেলের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মাসুদ রানা।
তবে আনুমানিক ৪৫ বছর বয়সী এই জেলের নাম-পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা রানা জানান, বিকালে নদে জাল নিয়ে মাছ ধরতে নেমেছিলেন এক জেলে। এ সময় শুকনো নদের একটি অংশে নদ খননের গভীর গর্তের পানিতে তলিয়ে যান তিনি। স্থানীয়রা ঘটনাটি দেখে জাতীয় জরুরি সেবায় (৯৯৯) কল করে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থল থেকে জেলের মরদেহ উদ্ধার করে।
কোতোয়ালি মডেল থানার ওসি মাঈন উদ্দিন বলেন, নিহত জেলের নাম ও পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।