এই মামলার আরও দুই আসামি পলাতক রয়েছে বলে জানায় পুলিশ।
Published : 25 Feb 2024, 09:48 AM
ঢাকার আশুলিয়ায় নারী পোশাক শ্রমিককে কৌশলে ডেকে নিয়ে দলবেঁধে ধর্ষণের ঘটনায় পাঁচ আসামিকে আটক করেছে র্যাব।
শনিবার রাতে র্যাব-৪ তাদের হস্তান্তর করে বলে আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন্স) নির্মল কুমার দাস জানান।
তিনি বলেন, শুক্রবার নিশ্চিন্তপুরে ঘটনার পর র্যাব শনিবার ভোরে আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করে। ভুক্তভোগী নারী এরই মধ্যে মামলা করেছেন।
গ্রেপ্তার আসামিরা হচ্ছেন- মনিরুল ইসলাম ওরফে পাপ্পু (২৫), আহসান আহম্মেদ রায়হান (২২), রফিকুল মিয়া (২২), আরাবি হুসাইন শান্ত (১৯) ও মো. জুয়েল (২২)।
মামলার আসামি সাগর ওরফে লিটন (২২) এবং মো. তুহিন (২৩) পলাতক রয়েছে।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় ভুক্তভোগী নারী ও তার এক সহকর্মীকে নিশ্চিন্তপুর স্কুল মাঠে কৌশলে ডেকে নিয়ে যায় পূর্বপরিচিত সাগর। তারপর আটকে রেখে দুজন ধর্ষণ করে।
একপর্যায়ে ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে। পরে তিনি র্যাবের কাছে অভিযোগ দেন।
পুলিশ জানায়, রোববার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।