রোববার সকালে রুমা সেনানিবাসের মাল্টিপারপাস হলে পর্যটকদের ভ্রমণ সংক্রান্ত সমন্বয় সভায় এ তথ্য জানানো হয়।
Published : 16 Jul 2023, 10:19 PM
বান্দরবানের রুমায় পর্যটকরা আইনশৃঙ্খলা বাহিনীর নিরপাত্তায় সপ্তাহে তিনদিন ভ্রমণ করতে পারবেন।
বৃহস্পতি, শুক্র ও শনিবার পর্যটকদের সকাল ১০টায় বেরিয়ে বিকাল সাড়ে ৩টার মধ্যে উপজেলা সদরে ফিরে আসতে হবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর রুমা জোন কমান্ডার লেফটেনেন্ট কর্নেল শাহরিয়ার ইকবাল।
রোববার সকালে রুমা সেনানিবাসের মাল্টিপারপাস হলে পর্যটকদের ভ্রমণ সংক্রান্ত সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।
গত বছর অক্টোবর থেকে নিরাপত্তাজনিত কারণে রোয়াংছড়ি, রুমা, থানচি ও আলীকদম উপজেলায় দফায় দফায় মেয়াদ বাড়িয়ে দেশি-বিদেশি পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়। সম্প্রতি পর্যায়ক্রমে রোয়াংছড়ি ছাড়া অন্য তিন উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়। এর পর ভ্রমণ সংক্রান্ত এই সমন্বয় সভার আয়োজন করে সেনাবাহিনীর রুমা জোন।
শাহরিয়ার ইকবাল বলেন, পর্যটকরা শুধু বগালেক ভ্রমণে যেতে পারবেন। এভাবে আগামী ১৬ অগাস্ট পর্যন্ত এক মাস চলবে। পরবর্তীতে পরিবেশ ও পরিস্থিতি স্বাভাবিক হলে কেওক্রাডং পাহাড় ও অন্যান্য পর্যটন স্পটে ভ্রমণ করা যাবে।
এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএএনএফ) এবং অন্য দুষ্কৃতকারীদের তথ্য দিয়ে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
সমন্বয় সভায় আরও বক্তব্য দেন রুমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান শৈবং মারমা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাম্পুই বম, ট্যুারিস্ট গাইড সজীব দাশ, ব্যবাসয়ী নাছির উল্লাহ।
পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ); যা ‘বম পার্টি’ নামে পরিচিত সশস্ত্র সংগঠনটি অর্থের বিনিময়ে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ সদস্যদের সামরিক প্রশিক্ষণ দেয় বলে গত বছর অক্টোবর মাসে ঢাকায় সংবাদ সম্মেলন করে জানায় র্যাব।
এরপর গত বছর ১৭ অক্টোবর থেকে জঙ্গি ও কেএনএফ সদস্যদের বিরুদ্ধে রোয়াংছড়ি ও রুমা উপজেলার অভিযান চালায় র্যাব ও সেনা সদস্যের যৌথ বাহিনী। পরবর্তীতে এ অভিযান চালানো হয় থানচি উপজেলাতেও।
আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের কারণে কয়েক দফা ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে রোয়াংছড়ি, রুমা, থানচি ও আলীকদম উপজেলায় অনির্দিষ্টকালের জন্য দেশি-বিদেশি পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়। পরে আলীকদম উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
পর্যায়ক্রমে এবার রুমা ও থানচি দুই উপজেলাকে পর্যটক ভ্রমণ নিষেধাজ্ঞা থেকে তুলে নেওয়া হয়।