জিজ্ঞাসাবাদ শেষে সাতক্ষীরা বিএনপির ১২ নেতাকর্মীকে ছেড়ে দিয়েছে পুলিশ

একটি হোটেলে গোপন সভা করার সময় তাদের আটক করা বলে পুলিশ জানায়।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2022, 05:57 AM
Updated : 4 Oct 2022, 05:57 AM

সাতক্ষীরার পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী এবং পৌর বিএনপির আহবায়ক শের আলীসহ বিএনপির ১২ জন নেতাকর্মীকে আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে পুলিশ।

সোমবার রাত পৌনে ১২টার তাদের ছেড়ে দেওয়া হয় বলে সাতক্ষীরার সদর থানার ওসি স ম কাইউম জানান।

এর আগে সোমবার বেলা সাড়ে ৩টার দিকে শহরের সঙ্গীতা মোড় এলাকা থেকে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

ওসি বলেন, “পৌর মেয়রসহ বিএনপির ১২ নেতা কাশেম হোটেলে গোপনে সভা করছিলো। এ সময় তাদের থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আবার তাদের ছেড়ে দেওয়া হয়েছে।”

এ বিষয়ে জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু জানান, সঙ্গীতা মোড়ের কাশেম প্লাজায় পৌর বিএনপির নবগঠিত কমিটির আলোচনা সভা চলছিলো।

“এ সময় পুলিশ আচমকা ঘটনাস্থলে এসে ১২ জনকে আটক করে থানায় নিয়ে যায়। আবার রাতে তাদের ছেড়ে দেয়।”