সিয়ামকে রক্ষা করতে গিয়ে আরও চার কিশোর আহত হয় বলে জানান ওসি।
Published : 15 Oct 2023, 05:15 PM
মাদারীপুরের শিবচরে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় এক কিশোর গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে পৌর এলাকার নন্দ কুমার ইনস্টিটিউশন সংলগ্ন মাঠে এ ঘটনা ঘটে বলে শিবচর থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান।
আহত সিয়াম (১৪) পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তোফাজ্জেলের ছেলে। সে নন্দ কুমার ইনস্টিটিউশনের নবম শ্রেণির ছাত্র। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
ওসি আনোয়ার বলেন, কয়েক দিন আগে ফুটবল খেলা নিয়ে স্থানীয় দুই দল কিশোরের মধ্যে বাকবিতণ্ডা হয়। সেই সূত্র ধরে দুপুরে মাঠে খেলা শেষে ফের তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় প্রতিপক্ষের এক কিশোর সিয়ামের গলায় ছুরি দিয়ে আঘাত করে; তাকে রক্ষা করতে গিয়ে আরও চার কিশোর আহত হয় বলে জানান ওসি।
[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]