তারা তিনজনেই বাইকে ছিলেন।
Published : 07 Nov 2024, 08:46 AM
সাতক্ষীরার বিসিক এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ৩ জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার ভোরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- যশোরের ঝিকরগাছা উপজেলার আকবর আলী গাজীর ছেলে আরিজুল গাজী (২৮), সাতক্ষীরা তালা উপজেলার শামসুর কবিরের ছেলে আসাদুল ইসলাম ফকির (৫৫) এবং তালা উপজেলারই সুজন শাহ গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুস সেলিম (৩৫)।
সাতক্ষীরা সদর থানার এসআই বিশ্বজিৎ সরকার বলেন, ঘটনাস্থলে দুজনের মৃতদেহ রয়েছে। আরেকজনের মৃতদেহ সদর হাসপাতালে রয়েছে।
“ঘটনাস্থলে ট্রাক কোম্পানি আইসারের লোগো পড়ে থাকায় ধারণা করা হচ্ছে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এই ঘটনা ঘটে।”
হাসপাতালে নেওয়ার পথে মারা যাওয়া সেলিম মৃত্যুর আগে ঘটনার সময় বলে গেছেন বলে জানিয়েছেন এসআই বিশ্বজিৎ।
প্রত্যক্ষদর্শীর বরাতে এ পুলিশ কর্মকর্তা বলেন, মোটরসাইকেলটি সদর হাসপাতাল থেকে পাটকেলঘাটার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত থেকে আসা ট্রাকের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।