কোরবানির পশুবাহী একটি ট্রাক পিছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
Published : 11 Jun 2024, 12:46 AM
অসুস্থ স্ত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে বাড়ি ফেরার পথে জয়পুরহাট সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার রাতে জয়পুরহাট-বগুড়া মহাসড়কে উপজেলার হারাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার ওসি হুমায়ূন কবির জানান।
নিহত আবু রায়হান সদর উপজেলার রাংতা গ্রামের শুকুর আলীর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, কোরবানির পশুবাহী একটি ট্রাক পিছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আবু রায়হান মারা যান। মরদেহ জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
ট্রাকটি জব্দ করা হলেও চালক ও তার সহকারী পালিয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।