কুষ্টিয়ার মিরপুর উপজেলায় তেলবাহী ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। একটি ওয়াগনের প্রায় সম্পূর্ন তেল পড়ে গেছে।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হালসা রেল স্টেশন পার হয়ে আউট সিগন্যালের কাছে আপলাইনে এ ঘটনা ঘটে। তবে ওই রুটে ডাবল লাইন থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে পুলিশের ওসি মো. মনজের আলি বলেন, “খুলনা থেকে ঈশ্বরদীগামী তেলবাহী ট্রেনটির ইঞ্জিনসহ তিনটি তেলভর্তি ওয়াগন লাইনচ্যুত হয়। এ সময় একটি ওয়াগনের প্রায় সম্পূর্ণ তেল পড়ে যায়।
“ওয়াগানের গায়ে ৪২ টন তেল ধারন ক্ষমতা লেখা রয়েছে; এ থেকে ধারণা করা হচ্ছে ওয়াগনে ৪২ টন তেল ছিল।”
ইশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। ট্রেনটি আপ লাইনে লাইনচ্যুত হয়েছে; ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান রেল পুলিশের এ কর্মকর্তা।
পোড়াদাহ রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার জহিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে ডাবল লেন থাকায় খুলনার সঙ্গে ঢাকা, রাজশাহী ও উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক আছে। দ্রুতই উদ্ধার কাজ শেষ হবে বলে সেখানে দায়িত্বে থাকা সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন।