“সামাজিক মাধ্যমগুলোতে যা দেখেন তা সত্য হিসেবে বিবেচনা করে হুট করেই ঝাঁপিয়ে পড়বেন না। আগে বিশ্বস্ত সূত্র থেকে নিশ্চিত হন।”
Published : 03 Oct 2024, 06:36 PM
সনাতন ধর্মালম্বীদের নিশ্চিন্তে-নির্বিঘ্নে পূজা উদযাপন করতে যা যা করা প্রয়োজন তা বাংলাদেশ সেনাবাহিনী করবে বলে আশ্বাস দিয়েছেন ২৭ আরই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম খালিদ আব্দুল্লাহ।
ফরিদপুরে শারদীয় দুর্গা উৎসব উদযাপন নিয়ে সেনাবাহিনীর উদ্যোগে অনুষ্ঠিত নিরাপত্তা বিষয়ক সভায় তিনি এই কথা বলেছেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ফরিদপুর সার্কিট হাউসে আইনশৃঙখলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলার বিভিন্ন মহলের নেতৃবৃন্দদের সঙ্গে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল খালিদ বলেন, “আপনারা সবসময় মনে করবেন আপনাদের আস্থার জায়গায় বাংলাদেশ সেনাবাহিনী রয়েছে। শারদীয় দুর্গা উৎসবে শান্তি-শৃঙ্খলা ও উৎসবের আমেজ বজায় রাখতে সেনাবাহিনী মাঠে রয়েছে। সনাতন ধর্মালম্বীদের নিশ্চিন্তে-নির্বিঘ্নে পূজা উদ্যাপন করতে যা যা করতে লাগে তা বাংলাদেশ সেনাবাহিনী করবে।”
পূজা চলাকালীন গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা সবাই একটু সহনশীল থাকবেন। ফেসবুকের মাধ্যমে অনেক রিউমার ছড়িয়ে পড়ে। অনেক সময় ভুল হয়, আবার মানুষ ভুল ব্যাখ্যাও করে।
“সামাজিক মাধ্যমগুলোতে যা দেখেন তা সত্য হিসেবে বিবেচনা করে হুট করেই ঝাঁপিয়ে পড়বেন না। আগে বিশ্বস্ত সূত্র থেকে নিশ্চিত হন। বিবেক দিয়ে বিবেচনা করুন। তাহলে এই সুন্দর বাংলাদেশে সবাই মিলেমিশে থাকতে পারবো।”
সভায় জানান হয়, জেলার নয়টি উপজেলায় এ বছর ৭২৬টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মন্ডপে আনসার সদস্য, স্বেচ্ছাসেবক নিয়োগসহ বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমদাদ হোসাইন, র্যাব-১০ এর ফরিদপুর কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার কে এম. শায়েখ আকতার, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, জেলা জামায়াতের আমির মো. বদরউদ্দিন, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, ফরিদপুর জেলা পূজা কমিটির নেতৃবৃন্দ।