অবিলম্বে ইসকন নিষিদ্ধের দাবি জানিয়ে বক্তরা বলেন, না হলে ‘তৌহিদী জনতার’ আন্দোলন আরও বেগবান হবে।
Published : 30 Nov 2024, 12:43 AM
চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার জেরে বাংলাদেশে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস-ইসকনের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে কয়েকটি জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
ভোলা
ভোলায় শুক্রবার জুমার নামাজ শেষে বিভিন্ন মসজিদ থেকে ছাত্র-জনতা শহরের হাটখোলা জামে মসজিদ চত্বরে সামনে সমবেত হন।
সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভোলা প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের পরাজিত শক্তি সনাতন ধর্মাবলম্বীদের একটি অংশকে ব্যবহার করে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। এর অংশ হিসেবে দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতা চালাচ্ছে ইসকন।
বক্তারা বলেন, মঙ্গলবার চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে যেভাবে কুপিয়ে হত্যা করেছে, তাকে গৃহযুদ্ধ বাঁধানোর অপপ্রয়াস ছাড়া আর কী বলা যেতে পারে?
তাই ইসকনকে নিষিদ্ধের দাবি এবং চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবি জানান বক্তারা।
একইসঙ্গে সাম্প্রদায়িক উসকানির ফাঁদে পা না দিতে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।
গাজীপুর
ইসকন নিষিদ্ধের দাবিতে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।
বৃহস্পতিবার বিকালে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এলাকা প্রদিক্ষণ শেষে প্রতিবাদ সমাবেশে যোগ দেয়।
সমাবেশে বক্তব্য দেন ভেটেনারি মেডিসিন অ্যান্ড এনিম্যাল সায়েন্স অনুষদের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী মো. মীর হাবিব বিন খালেক, কৃষি সম্প্রসারণ অনুষদের স্নাতকোত্তর শ্রেণির খন্দকার ফজলে রাব্বি।
বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া ফিশারিজ অনুষদের পঞ্চম ব্যাচ শিক্ষার্থী মো. শাকিল মৃধা বলেন, “চট্টগ্রাম জজ আদালতে সন্ত্রাসী গোষ্ঠী ইসকন কর্তৃক আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এ বিক্ষোভ মিছিল করেন ও বাংলাদেশে ইসকন নিষিদ্ধের দাবি জানান।”
সভায় বক্তারা সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে ইসকনের নিষিদ্ধের দাবি জানান।
ফেনী
ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে ইসকন নিষিদ্ধের দাবি ওঠে।
শুক্রবার দুপুরে ফেনীর তৌহিদী জনতার ব্যানারে শহরের জহিরিয়া মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ট্রাংক রোড কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে মিলিত হয়। এতে কেন্দ্রীয় বড় মসজিদ, কোর্ট জামে মসজিদসহ আশপাশের মসজিদের নামাজ আদায়কারীরা যোগ দেন।
মিছিলে ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’, ‘ইসকনকে নিষিদ্ধ কর, করতে হবে করতে হবে’, ‘সাবিলুল্লাহ সাবিলুল্লাহ আল জিহাদ আল জিহাদ’সহ নানা স্লোগান দেওয়া হয়।
সমাবেশে ইসলামী আন্দোলনের ফেনী শাখার সেক্রেটারি একরামুল হকসহ হেফাজত ইসলাম ফেনী জেলার নেতারা, বিভিন্ন ইসলামী সংগঠনের নেতা, সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা বলেন, ‘জঙ্গি সংগঠন’ ইসকন ভারতের ইশরায় মাথাচাঁড়া দিয়ে উঠেছে।
এদেশে অবিলম্বে ইসকন নিষিদ্ধের দাবি জানিয়ে ব্ক্তারা বলেন, না হলে তৌহিদী জনতার আন্দোলন আরও বেগবান হবে।