তাদের মধ্যে দুজনের বাড়ি শেরপুরের নকলায় এবং অন্যজনের ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায়।
Published : 10 Sep 2024, 12:53 AM
সাতক্ষীরার কলারোয়া উপজেলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন নারীকে আটক করেছে বিজিবি। এদের মধ্যে দুজন কিশোরী ও অন্যজন তরুণী।
সোমবার হিজলদী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয় বলে সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক জানান।
আটক দুই কিশোরীর বয়স ১৫; তরুণীর ২১। তাদের মধ্যে দুজনের বাড়ি শেরপুরের নকলায় এবং অন্যজনের ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায়।
বিজিবি জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে হিজলদী বিওপির মেইন পিলার ১৬ হতে ২০০ গজ দূরে সুলতানপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল।
আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তিনজনকে কলারোয়া থানায় হস্তান্তরের কথা জানিয়েছে বিজিবি।