এ স্পেশাল ট্রেন সার্ভিস চলবে আগামী তিনদিন।
Published : 13 Jun 2024, 01:24 AM
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে কোরবানির পশু নিয়ে ঢাকা উদ্দেশে ছেড়ে গেছে ক্যাটল স্পেশাল ট্রেন।
সোমবার ম্যাংগো ও ক্যাটল স্পেশাল ট্রেন আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনের দিন থেকে ম্যাংগো স্পেশাল ট্রেন চালু হলেও বুধবার বিকাল ৬টা ২৫ মিনিটে ক্যাটল স্পেশাল ট্রেন চালু হয়। এ স্পেশাল ট্রেন সার্ভিস চলবে আগামী তিনদিন।
চাঁপাইনবাবগঞ্জ স্টেশন মাস্টার মোহাম্মদ ওবায়দুল্লাহ জানান, ম্যাংগো স্পেশাল ট্রেনের সঙ্গে সংযুক্ত হয়ে এ ক্যাটল ট্রেনে কোরবানির পশু পরিবহন করা হচ্ছে । চারটি ওয়াগনে ৭১টি গরু ও নয়টি ছাগল নিয়ে ক্যাটল স্পেশাল ট্রেনটি যাত্রা করেছে।
প্রথম যাত্রায় চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনের ২ নম্বর প্লাটফর্মে বিকাল ৪ টা থেকে ওয়াগনে গরু ওঠানো শুরু করা হয়।
ক্যাটল ট্রেনে গরু পরিবহনের জন্য এসেছেন হাসানুল অ্যাগ্রো ফার্মের স্বত্বাধিকারী হাসানুল বান্না ।
তিনি জানান, গতবারের মত এবারো ক্যাটেল ট্রেনে ২০টি গরু নিয়ে যাচ্ছেন ঢাকা। প্রতিটি গরুর জন্য ভাড়া নেওয়া হয়েছে মাত্র ৭৭৩ টাকা ৫০ পয়সা।
ট্রাকের চেয়ে সাশ্রয়ী ভাড়ায় স্বাচ্ছন্দ্যে গরুগুলো বহন করা যায়। সড়কের চেয়ে ঝুঁকি কম ও সহজ বাহন হিসেবে বেছে নিয়েছেন ট্রেনকে।
সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউপির গরুর খামারি তহুরুল ইসলাম জানান, সড়কপথে জ্যাম লেগে সময় বেশি লাগে, ট্রাকের ঝাঁকুনিতে গরু আঘাত পায়। ট্রেনে এই ধরনের কোনো ঝামেলা নেই। খুব সহজেই অল্প খরচে গরু-ছাগল পরিবহন করা যায়। আগের বারও তিনি ট্রেনে গরু নিয়ে গিয়েছিলেন ।
স্টেশন মাস্টার ওবায়দুল্লাহ জানান, গতবারের মত এবারও গরুর ব্যবসায়ী ও খামারিদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া গেছে। নিরাপদে কম খরচে ট্রেনে পশু পরিবহনে খামারিদের আগ্রহ বাড়ছে, এতে রেলের আয় বাড়বে বলে মনে করেন তিনি।