ঝালকাঠিতে মাদকবিরোধী সেমিনারে বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক।
Published : 07 Nov 2024, 10:52 PM
মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছোট-বড় সবাইকে ধরা হবে। এমনকি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কেউ জড়িত থাকলে তাকেও ছাড় দেওয়া হবে না।
বৃহস্পতিবার বিকালে ঝালকাঠিতে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে করণীয়’ নিয়ে এক সেমিনারে এসব কথা বলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান।
জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সেমিনার সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমান।
বক্তব্য দেন ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুহুল আমীন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুণ্ডু।
এ সময় সেনা কর্মকর্তা ক্যাপ্টেন শাহীন, নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কামাল হোসেন, র্যাব-৮ বরিশালের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মাসুদ মিয়া, ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহাদাত হোসেন, প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আককাস সিকদার, স্থানীয় দৈনিক শতকণ্ঠের সম্পাদক জাহাঙ্গীর হোসেন মনজু, জেলা সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি সত্যবান সেন গুপ্ত, জেডিএস পরিচালক শাহ আলম খলিফা এবং এন এস কামিল মাদরাসার অধ্যক্ষ গাজী মুহাম্মদ শহিদুল ইসলাম বক্তব্য দেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আশরাফুর রহমান বৈষম্যবিরোধী আন্দোলনে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের কাছে মাদক ব্যবসার প্রাইম জোনের তালিকা চান। সেইসঙ্গে চিহ্নিত স্থানে নিয়মিত অভিযান পরিচালনারও ঘোষণা দেন তিনি।
এ ছাড়া সেমিনারে বক্তারা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের তৎপরতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন।