“পাঁচজন মণ্ডপের ভেতরে পাহারায় ছিল। ভোরের দিকে বৃষ্টি নামলে তারা ঘুমিয়ে পড়ে।”
Published : 03 Oct 2024, 04:14 PM
কিশোরগঞ্জ জেলা শহরের বত্রিশ এলাকার শ্রী শ্রী গোপিনাথ জিউর আখড়া মন্দিরে দুর্গাপূজার পাঁচটি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে মন্দিরের সভাপতি মানিক রঞ্জন দে জানান।
মানিক বলেন, “মন্দির কমিটির কয়েকজনসহ পাঁচজন যুবক মণ্ডপের ভেতরে পাহারার দায়িত্বে ছিলেন। ভোরের দিকে বৃষ্টি শুরু হলে তারা ঘুমিয়ে পড়ে। এ সময় কে বা কারা দুর্গাপূজার জন্য বানানো পাঁচটি প্রতিমা ভাঙচুর করে।”
ঘটনার সময় মন্দিরের মূল গেট বন্ধ থাকালেও হামলাকারীরা দেয়াল টপকে ভেতরে ঢোকে বলে ধারণা করছেন মন্দির সংশ্লিষ্টরা।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেছেন, “খবর পেয়িই আমি ওই মণ্ডপ পরিদর্শন করেছি। এ ঘটনায় জড়িতদের আটক করতে অভিযান চলছে। অবশ্য এ ঘটনায় এখনও কেউ মামলা করেনি।”