চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রতিকেজি আমের পরিবহন খরচ ১ টাকা ৩২ পয়সা হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
Published : 08 Jun 2023, 03:28 PM
কম খরচে আম পরিবহনের জন্য চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রেলপথে ম্যাংগো স্পেশাল ট্রেন উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ স্টেশনে উপস্থিত থেকে এ ট্রেনটি উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিমাঞ্চল) অসীম কুমার তালুকদার বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশনায় ম্যাংগো স্পেশাল ট্রেনটি উদ্বোধন করেছেন রেলমন্ত্রী। ট্রেনটি চালু হওয়ায় আম ব্যবসায়ীরা কম খরচ ঢাকায় আম পরিবহন করে লাভবান হবেন।“
উদ্বোধন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ স্টেশনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রেনটি ঢাকায় তেজগাঁও স্টেশনে আম নামাবে। একই দিন রাতেই ট্রেনটি আবার চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ছেড়ে আসবে।
কর্তৃপক্ষ জানায়, উদ্বোধনের পর ম্যাংগো স্পেশাল ট্রেনটি চলে যায় রহনপুর স্টেশনে। সেখানে বুকিং হওয়া আম নিয়ে বিকাল ৪টায় ট্রেনটি যাত্রা শুরু করবে।
আগামীকাল থেকে ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে বিকাল ৪টায় যাত্রা শুরু করে রহনপুর স্টেশন যাবে। সেখান থেকে আম নিয়ে ট্রেনটি সরাসরি রাজশাহী স্টেশনে পোঁছাবে।
ট্রেনটি যাত্রা পথে ১৪টি স্টেশনে যাত্রাবিরতি দিয়ে রাজধানী ঢাকার তেজগাঁও স্টেশনে পৌঁছবে রাত ১টা ১৫ মিনিটে।
উদ্বোধন হওয়া ম্যাংগো ট্রেনটি এবার সাতটি ওয়াগনে আম পরিবহন করতে পারবেন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এসব ওয়াগনে ৩০১ মেট্রিক টন আম পরিবহন করা যাবে।
চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রতিকেজি আমে খরচ হবে ১ টাকা ৩২ পয়সা। রাজশাহী থেকে ভাড়া নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১ টাকা ১৭ পয়সা।
জেলা প্রশাসক এ কে এম গালিভ খানের সভাপতিত্বে ম্যাংগো স্পেশাল ট্রেনটি উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শামিল উদ্দিন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, জেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন, পুলিশ সুপার আব্দুর রকিব, রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যাবস্থাপক অসীম কুমার তালুকদার, পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক শাহ সুফি নুর মোহাম্মদ, পশ্চিমাঞ্চল রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন, পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজার সুজিত কুমারসহ বিভিন্ন কর্মকর্তারা।