সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে এই অভিযান চালানো হয়।
Published : 23 Sep 2024, 09:48 PM
নেত্রকোণার সীমান্তবর্তী গারো পাহাড় সংলগ্ন দুর্গাপুর উপজেলায় অভিযান চালিয়ে এক হাজার ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার সকালে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের গোদারিয়া কোনাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করা হয় বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সহকারী উপ-পরিদর্শক মো. মাহাবুব আলম জানান।
গ্রেপ্তার মোশারফ হোসেন (৩৪) ওই গ্রামেরই বাসিন্দা। তার বিরুদ্ধে আগে থেকেই মাদক মামলা রয়েছে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৪০ হাজার টাকাও জব্দ করা হয়।
মাহাবুব আলম বলেন, সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে এই অভিযান চালানো হয়। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপ-পরিদর্শক মো. রহমত আলী দুর্গাপুর থানায় মামলা করেছেন।