একই ধরনের অপরাধ করে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিপন আহমেদ ও যুবদল কর্মী রাকিব হাসান বহাল তবিয়তে রয়েছেন।
Published : 13 Jan 2025, 07:18 PM
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় শিক্ষককে পিটিয়ে স্কুল থেকে বের করে দেওয়ার ঘটনায় যুবদলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে।
রোববার দুপুরে উপজেলার চন্দ্রা ত্রিমোড়ের বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনার পর রাতেই জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রনিকে প্রাথমিক সদস্য পদসহ সংগঠন থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় কমিটি।
যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, “দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রনিকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
“বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।”
তবে রনিকে বহিষ্কার করা হলেও একই ধরনের অপরাধ করে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিপন আহমেদ ও যুবদল কর্মী রাকিব হাসান বহাল তবিয়তে রয়েছেন বলে ক্ষোভ প্রকাশ করেছেন বিদ্যালয়ের শিক্ষকরা।
এদিকে এ ঘটনায় বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক বশির উদ্দিনের স্ত্রী সিফাত-ই মনোয়ার কালিয়াকৈর থানায় মামলা করেছেন। মামলায় ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করা হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষকদের বরাতে পুলিশ জানায়, উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে বসির উদ্দিন ও প্রধান শিক্ষক আনন্দ কুমার কথা বলছিলেন। এ সময় জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রনির নেতৃত্বে উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক রিপন আহমেদ, যুবদলকর্মী রাকিব হাসান ও তাজিদ মিয়া লাঠিসোঁটা নিয়ে সেখানে প্রবেশ করেন।
তারা শিক্ষক বসির উদ্দিনকে বিদ্যালয়ের ফটকে নিয়ে এলোপাতাড়ি মারধর করতে থাকে। বিষয়টি দেখে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী রিজভী আহাম্মেদ সজিব তাকে বাঁচাতে যান। তখন তাকেও এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত করা হয়।
পরে বিদ্যালয়ের দপ্তরিসহ আশপাশের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান বলেন, “তাৎক্ষণিকভাবে দলের সিদ্ধান্তে রাশেদুল ইসলাম রনিকে বহিষ্কার করা হয়েছে। অন্যদের বিরুদ্ধেও গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
কালিয়াকৈর থানার এসআই জামিল হোসেন বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
আরও পড়ুন
'শিক্ষক আওয়ামী লীগ করতেন', তাই পিটিয়ে স্কুলছাড়া করলেন যুবদল নেতা