পুলিশ জানায়, ঘটনার দিন এএসআই আতিকুজ্জামান ডিউটি অফিসারের দায়িত্বে ছিলেন।
Published : 22 Feb 2025, 06:21 PM
ঢাকা থেকে রাজশাহীগামী ইউনিক রোড রয়েলস বাসে ডাকাতি ও যৌন নিপীড়নের ঘটনায় মির্জাপুর থানার এএসআই মো. আতিকুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শনিবার দুপুরে মির্জাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এইচ এম মাহবুব রেজওয়ান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ঘটনার দিন এএসআই আতিকুজ্জামান ডিউটি অফিসারের দায়িত্বে ছিলেন।
জানা যায়, ১৮ ফেব্রুয়ারি ভোর রাতে ভুক্তভোগী কয়েকজন বাসযাত্রী মির্জাপুর থানায় এসে চলন্ত বাসে ডাকাতির বিষয়ে ডিউটি অফিসার আতিকুজ্জামানকে অবহিত করেন। ভুক্তভোগীদের অভিযোগ আমলে না নেওয়ায় কয়েক মিনিটি পর তারা থানা ত্যাগ করেন। এ ছাড়া ডিউটি অফিসার তাদের নাম ঠিকানা বা মোবাইল নাম্বারসহ কোনো তথ্যই রাখেননি। যে কারণে মামলা নিতে বিলম্ব হয়।
এরপর ঘটনার তিনদিন পরে এক বাসযাত্রী অমর আলী মির্জাপুর থানায় মামলা করেন।
এএসপি এইচ এম মাহবুব রেজওয়ান বলেন, এ ঘটনায় শুক্রবার রাতে জেলা পুলিশ সুপার মিজানুর রহমান এএসআই আতিকুজ্জামানকে মির্জাপুর থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করেন। এরপর শনিবার তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
সাময়িক বরখাস্তের ব্যাপারে এএসআই আতিকুজ্জামানের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেনি।
মামলার নথি থেকে জানা যায়, সোমবার রাত ১১টায় ঢাকার গাবতলী থেকে বাসটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসে। পথে গাজীপুরের কালিয়াকৈর থানা এলাকায় বাসটি থামিয়ে যাত্রীবেশে ৮-৯ জন ডাকাত বাসে ওঠে অস্ত্রের মুখে চালককে জিম্মি করে বাসের নিয়ন্ত্রণ নেয়।
পরে ডাকাতরা বাসটিকে টাঙ্গাইলের দিকে নিয়ে চালাতে থাকে। মির্জাপুর থানাধীন সোহাগপাড়া এলাকায় নিয়ে রাত পৌনে ২টার দিকে ডাকাতরা যাত্রীদের অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি শুরু করে। যাত্রীদের টাকা-পয়সা ও সোনা-রূপার গহনা ছিনিয়ে নেয়।
ডাকাতরা অস্ত্রের মুখে প্রায় তিন ঘণ্টা ধরে বাসটিকে বিভিন্ন স্থানে ঘুরিয়ে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানী করে নেমে যায়।
মামলায় আরও বলা হয়, ডাকাতরা নেমে যাওয়ার পর চালক বাসটি নিয়ে গন্তব্যে যেতে অস্বীকৃতি জানান। পরে যাত্রীদের চাপের মুখে বাস নিয়ে যাত্রা শুরু করেন চালক।
এ ঘটনায় যাত্রীরা বাসের চালক ও স্টাফদের জড়িত থাকার সন্দেহ করেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে যাত্রীরা বাসটিকে নিয়ে বড়াইগ্রাম থানায় নিয়ে যান।
আরও পড়ুন:
রাজশাহীগামী বাসে ডাকাতি-যৌন নিপীড়ন: সাভারে গ্রেপ্তার ৩
রাজশাহীগামী বাসে ডাকাতি-যৌন নিপীড়ন: বড়াইগ্রামের ওসিকে প্রত্যাহার