বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে সঙ্গে থাকা ব্যাগ ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায় এক ব্যক্তি।
Published : 29 Oct 2022, 04:53 PM
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার দক্ষিণ ছেপড়াঝাড় সীমান্ত এলাকা থেকে দুইটি পিস্তল ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি।
১৮ বিজিবি ব্যাটালিয়নের বোধগাঁও বিওপির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার গোলাম মোস্তফা জানান, শুক্রবার সকালে ভারতীয় এলাকা সংলগ্ন বাংলাদেশ অভ্যন্তরে মেইন পিলার ৪০১ এর ৩ সাব পিলার এলাকায় সন্দেহজনকভাবে একজন ভারতীয় নাগরিককে ঘোরাফেরা করতে দেখা যায়।
সন্দেহজনক মনে করে তাকে চ্যালেঞ্জ করলে তিনি সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান। পরে ব্যাগটি থেকে দুইটি পিস্তল, ১১ রাউন্ড গুলি ও একটি মোবাইল ফোন উদ্ধার করে।সেগুলো আটোয়ারী থানায় হস্তান্তর করা হয়েছে।
আটোয়ারী থানার ওসি সোহেল রানা বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহফুজুল হক বলেন, বিজিবি সীমান্তে সবসময় সতর্ক থাকে। ন্যূনতম কাউকে সন্দেহজনক মনে হলে তাকে পুরো তল্লাশি করে ছাড়া হয়। এজন্য অস্ত্র নিয়ে আসা ভারতীয় লোকটি অস্ত্র ফেলে রেখে পালিয়ে যায়।