আগুনে ২ থেকে আড়াই লাখ টাকার ধান পুড়েছে বলে দাবি কৃষকের।
Published : 20 Nov 2023, 02:45 PM
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বাড়ির উঠানে রাখা ধানের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৭ বিঘা জমির ধান পুড়ে ২ থেকে আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি কৃষকের।
সোমবার ভোরে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে হাতীবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মো. মনির হোসেন জানান।
তিনি জানান, আগুনে কৃষকের বেশিরভাগ ধানের গাদা পুড়ে গেছে।
স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা মনির জানান, ভোরে প্রতিবেশীরা ধানের গাদায় ধোঁয়া দেখতে পান। পরে তারা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিস খবর দেন।
ক্ষতিগ্রস্ত কৃষক রফিকুল ইসলাম বলেন, “বাড়িতে কেউ না থাকার সুযোগে শত্রুরা আমার ধানের গাদায় আগুন দিয়েছে। এতে ৭ বিঘা জমির ধান পুড়ে ২ থেকে আড়াই লাখর ক্ষতি হয়েছে।”
এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেবেন বলে জানান রফিকুল।
হাতীবান্ধা থানার ওসি শাহ আলম বলেন, বিষয়টি জানা নেই। ক্ষতিগ্রস্ত কৃষক অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।