মা ও বোন তাকে অবচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Published : 15 Mar 2024, 07:35 PM
কক্সবাজারের উখিয়ায় পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাপড়ুয়া এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ভাদিতলী এলাকায় এ ঘটনা ঘটে বলে পালংখালীর ইউপি চেয়ারম্যান মো. গফুর উদ্দিন চৌধুরী জানান।
আমিনুল ইসলাম নামের ১০ বছর বয়সী শিশুটি ওই এলাকার আব্দুল আজিজ ওরফে লালুর ছেলে। সে পালংখালী রহমানিয়া মাদ্রাসার হিফজ বিভাগে পড়ত।
স্বজনদের বরাতে গফুর উদ্দিন বলেন, শুক্রবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে আমিনুল। এক পর্যায়ে সে পানিতে ডুবে হাবুডুবু খেতে থাকে।
“পরে পুকুর পাড়ে থাকা তার মা ও বোন তাকে অবচেতন অবস্থায় উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
শিশুটির মৃতদেহ তার বাড়িতে রয়েছে এবং রাতেই তার দাফনের প্রস্তুতি চলছে বলে জানান ইউপি চেয়ারম্যান।