“১৯৭৩-এর অধ্যাদেশ অনুসারে সিন্ডিকেটে শিক্ষকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় পরিচালনার প্রথম ধাপ এই ডিন নির্বাচন।"
Published : 22 Apr 2024, 10:36 AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন নির্বাচনের তারিখ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
রোববার বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৫ মে সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এর আগে ১৭ এপ্রিল এক অফিস আদেশে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক আবু হাসানকে ডিন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আবু হাসান বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমোদন নিয়ে অ্যাক্ট অনুযায়ী নির্বাচনের শিডিউল ঘোষণা করেছি। ডিন নির্বাচনে সবার সহযোগিতা এবং অংশগ্রহণ কামনা করছি।"
ডিন নির্বাচনের উদ্যােগকে স্বাগত জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
জাবি শিক্ষক সমিতির সহসভাপতি অধ্যাপক সোহেল আহমেদ বলেন, “উপাচার্য ডিন নির্বাচনের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন; এই উদ্যােগকে আমরা স্বাগত জানাই। ১৯৭৩-এর অধ্যাদেশ অনুসারে সিন্ডিকেটে শিক্ষকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় পরিচালনার প্রথম ধাপ এই ডিন নির্বাচন।"
জাবি: ডিনের মেয়াদ ২ বছর, নির্বাচন হয় না সাড়ে ৪ বছর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছয়টি অনুষদ রয়েছে। এগুলো হচ্ছে- কলা ও মানবিকী অনুষদ, গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, বিজনেস স্টাডিজ অনুষদ ও আইন অনুষদ।
বিশ্ববিদ্যালয়ের ১৯৭৩ এর অধ্যাদেশ অনুযায়ী, নির্বাচিত ডিনের মেয়াদ দুই বছর। তবে সর্বশেষ ২০১৬ সালের ১০ মে বিশ্ববিদ্যালয়ের অনুষদগুলোর ডিন নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর আর ডিন নির্বাচন হয়নি।