তিন হাজার ২০০ টাকা কেজি দরে মোট ছয় হাজার ৮০ টাকায় ইলিশ মাছটি কিনে নেন বলে জানান মাছ ব্যবসায়ী চান্দু।
Published : 29 Mar 2023, 05:30 PM
রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে আটকা পড়া একটি ইলিশ মাছ বিক্রি হয়েছে ছয় হাজার ৮০ টাকায়। যার ওজন প্রায় দুই কেজি।
বুধবার সকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মৎস্য আড়ত থেকে মাছটি কেনেন স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।
চান্দু মোল্লা বলেন, “বুধবার ভোরে পদ্মা নদীতে জেলেদের জালে মাছটি আটকা পড়ে। সকালে দৌলতদিয়া মৎস্য আড়তে ইলিশ মাছটি নিলামে তোলা হয়। সে সময় ওজন দিয়ে দেখি এক কেজি ৯০০ গ্রাম। নিলামে অংশ নিয়ে তিন হাজার ২০০ টাকা কেজি দরে মোট ছয় হাজার ৮০ টাকায় ইলিশ মাছটি কিনে নেয়।
“মাছটি বিক্রির জন্য মোবাইল ফোনে বিভিন্ন জায়গায় যোগাযোগ করছি।”
উপজেলার মৎস্য কর্মকর্তা শাহারিয়া জামান বলেন, “প্রায় দুই কেজি ওজনের ইলিশ মাছ ধরা পড়ার বিষয়টি আমি জানি না।”