ইঞ্জিনের পেছনের বগির একটি চাকা লাইন থেকে নিচে পড়ে যায়।
Published : 15 Jul 2024, 01:44 PM
রাজবাড়ীতে সাটল ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার দুই ঘণ্টারও বেশি সময় পর উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকারী দল লাইনচ্যুত বগিটি উদ্ধার করার পর সোমবার সকাল ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে রাজবাড়ী রেলস্টেশনের স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত জানান।
এর আগে সকাল পৌনে ৮টার দিকে গোয়ালন্দ উপজেলায় ফিড মিল এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
স্টেশন মাস্টার তন্ময় বলেন, “সাটল ট্রেনটি দৌলতদিয়া থেকে কুষ্টিয়ার পোড়াদহ যাচ্ছিল। পথে ইঞ্জিনের পেছনের বগির একটি চাকা লাইন থেকে নিচে পড়ে যায়।
“দুই ঘণ্টা চেষ্টার পর চাকাটি উদ্ধার করার পর এ রুটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।”