কুমিল্লায় আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিস কর্মী আহত

বিদ্যুৎ চলে যাওয়ার পর জেনারেটর চালুর সঙ্গে সঙ্গেই আগুন ধরে।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 May 2023, 07:10 PM
Updated : 31 May 2023, 07:10 PM

কুমিল্লা নগরীর একটি ব্যবসা প্রতিষ্ঠানের আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের চার সদস্য আহত হয়েছেন।

বুধবার রাত ১০টার দিকে রাজগঞ্জ বাজারের ‘লি কুপারের’ শো-রুমে আগুন লাগে; পরে ফায়ার সার্ভিস আগুন নেভায়।

স্থানীয়রা জানায়, ওই শোরুমটিতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে নগরীর বাগিচাগাঁও থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট রাজগঞ্জ গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

কুমিল্লা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, ঘটনার সময় কুমিল্লা ফায়ার সার্ভিসের সদস্য জমির আলী আগুন নেভাতে গিয়ে আহত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আলাউদ্দিন নামে আরেকজনের হাত কেটে যাওয়ায় তাকে সদর হাসপাতাল থেকে চিকিৎসা দিয়ে ইউনিটে পাঠানো হয়েছে।

অন্য যে দুজন আহত হয়েছেন তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে স্টেশনেই আছেন বলে তিনি জানান।

তিনি বলেন, যে জায়গাটিতে আগুন লেগেছে তা অনেকটা গোডাউনের মতো। এ কারণে ধোঁয়ার মধ্যে প্রবেশ করতেই ফায়ার সার্ভিস কর্মী জমির আলী আহত হন।

তার ভাষ্য, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। কারণ রাতে বিদ্যুৎ চলে যাওয়ার পর জেনারেটর চালুর সঙ্গে সঙ্গেই আগুন ধরে।

কুমিল্লা সিটি করপোরেশনের স্থানীয় কাউন্সিলর হাবিবুর আল আমিন সাদী বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। প্রথমে নিজেরাই চেষ্টা করি আগুন নেভানোর। এরই মধ্যে খবর পেয়ে চলে আসে ফায়ার সার্ভিস।