আম্রপালির জন্য ১০ জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
Published : 07 May 2024, 05:47 PM
সাতক্ষীরার চাষিদের বাগান থেকে আম পেড়ে বাজারজাত করার দিনক্ষণ ঠিক করে দিয়েছে জেলা প্রশাসন।
আমের সুনাম অক্ষুন্ন রাখতে এবং অপরিপক্ক আম পেড়ে বাজারজাতকরণ প্রতিরোধে এই ‘আম ক্যালেন্ডার’ ঘোষণা করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার থেকে চাষিরা বোম্বাই ও গোলাপখাস আম বাগান থেকে সংগ্রহ করে বাজারে আনতে পারবেন। ফলে মৌসুমের প্রথম আম এদিন থেকেই স্থানীয় বাজারে পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। এর দুদিন পর শনিবার বাজারে আসবে গোবিন্দভোগ আম।
প্রচণ্ড গরমে ঝরছে আম, দুশ্চিন্তায় চাষি
তবে সাতক্ষীরার প্রসিদ্ধ হিমসাগরের জন্য আম-প্রিয় মানুষদের আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। ২২ মে থেকে সেই আম বাগান থেকে ভাঙতে পারবেন চাষিরা। তারপরই হিমসাগর বাজারে আসবে।
এরপর মে মাসের শেষে ২৯ তারিখে ল্যাংড়া বাজারে এলেও; আম্রপালির জন্য ১০ জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘নিরাপদ আম বাজারজাতকরণ’ বিষয়ক মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সরোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোয়াইব আহমাদ, সাতক্ষীরা শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রজব আলী।সভায় আম চাষি ও ব্যবসায়ীদের প্রতি ঘোষিত সময়সূচি অনুযায়ী আম সংগ্রহ ও বাজারজাতকরণের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ক্রেতাদেরও সময় মেনে সতর্কভাবে সাতক্ষীরার আম কেনার পরামর্শ দেওয়া হয়েছে।