যশোরের বেনাপোলের সীমান্ত এলাকা থেকে `চোরাকারবারি’দের ফেলে যাওয়া এক কেজি ১৬২ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাতে বেনাপোল চেকপোস্টের সাদিপুর সড়কের ব্রিজের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয় বলে বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া জানান।
ওসি কামাল বলেন, সোনার একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে সাদিপুর সীমান্তের কাছে একটি ব্রিজের উপর পাচারকারীরা অবস্থান করছে- এমন সংবাদে এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের বিশেষ একটি দল সেখানে অভিযান পরিচালনা করে।
এসময় পাচারকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ ফেলে রেখে পালিয়ে যায়।
"পরে ওই ব্যাগের ভিতর সাদা স্কচটেপে মোড়ানো ১০টি স্বর্ণের বার পাওয়া। যার ওজন এক কেজি ১৬২ গ্রাম। আটক স্বর্ণের আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকা।"
এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত সোনা বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি শাখায় জমা করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।