দুপুরে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এক কনস্টেবল ও জেলার দেবিদ্বারে এক গাড়িচালক নিহত হয়েছেন।
Published : 04 Aug 2024, 11:16 PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে অসহযোগ চলাকালে কুমিল্লায় আরেক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। এ নিয়ে জেলায় একদিনে তিনজন নিহত হলেন।
কুমিল্লা কোটবাড়িতে আহত ২৫ বছরের ওই যুবককে রোববার বিকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে দুপুরে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এক কনস্টেবল ও জেলার দেবিদ্বারে এক গাড়িচালক নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়িসহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংষর্ষের ঘটনা ঘটে। এ সময় ওই যুবক আহত হন।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক শেখ ফজলে রাব্বী সাংবাদিকদের বলেন, হাসপাতালে বিভিন্ন স্থানে আহত ৩২ জনকে ভর্তি করা হয়। এর মধ্যে বিকাল ৩টায় আহতবস্থায় ছাত্রলীগের কর্মী পরিচয়ে কয়েকজন যুবক ভর্তি হয়। ওই সময় তাদের সঙ্গে আহতাবস্থায় ওই যুবককেও নিয়ে আসা হয়। গুরুতর আহত ওই যুবককে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। পরে বিকাল সাড়ে ৩টায় মারা যান তিনি।
তিনি বলেন, “যুবকের পরিচয় শনাক্ত করতে পারিনি। নিহতের মাথায় ও পায়ে কোপের আঘাত রয়েছে। লাশ হাসপাতালে রয়েছে।”