রিকশাভ্যানে করে বাড়ি ফেরার পথে পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দেয়।
Published : 30 Jan 2023, 10:23 AM
মাদারীপুরের রাজৈর উপজেলায় গাড়ি চাপায় এক রিকশাভ্যান যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন।
সোমবার সকালে মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাড়ির পরিদর্শক গোলাম রসুল মোল্লা জানান, আগের রাত দেড়টার দিকে উপজেলার সানেরপাড় এলাকার এসআর ফিলিং স্টেশনের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জলিল বেপারী উপজেলার কুঠিবাড়ি এলাকার হাসান বেপারীর ছেলে।
এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানচালক নূর হক ও যাত্রী জয়নাল মোল্লা। গুরুতর আহত অবস্থায় নূর হককে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়দের বরাতে পরিদর্শক গোলাম রসুল বলেন, সাধুর ব্রিজ এলাকায় একটি ওয়াজ মাহফিলে গিয়েছিলেন জলিল। সেখান থেকে রিকশাভ্যানে করে বাড়ি ফেরার পথে পেছন থেকে একটি গাড়ি তাদের রিকশা ভ্যানটিকে ধাক্কা দেয়।
পরে স্থানীয়রা তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জলিলকে মৃত ঘোষণা করেন।
নিহতের পারিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান রসুল।