সেকেন্দার ও লায়লা বাড়িটির দোতলায় থাকতেন। লায়লা ক্যানসার আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।
Published : 15 Jan 2025, 03:31 PM
মানিকগঞ্জের ঘিওরে ষাটোর্ধ এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। সেসময় তার স্বামী গিয়েছিলেন বাজার করতে। ফিরে দেখেন খাটে স্ত্রীর লাশ পড়ে আছে।
বুধবার সকালে উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামে এ হত্যার ঘটনা ঘটেছে বলে ঘিওর থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন।
নিহত লায়লা আরজু (৬২) ওই গ্রামের সেকেন্দার আলীর স্ত্রী। সেকেন্দার পরিবার পরিকল্পনা বিভাগের ইউনিয়ন কার্যালয়ের অবসরপ্রাপ্ত ফার্মাসিস্ট। তাদের দুই ছেলে-মেয়ে পরিবারসহ ঢাকায় থাকেন।
রাথুরা গ্রামের দোতলা বাড়ির নিচতলা একটি বেসরকারি সংস্থাকে ভাড়া দেওয়া। সেকেন্দার ও লায়লা দোতলায় থাকতেন। লায়লা ক্যানসার আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।
সেকেন্দার আলী বলেন, সকাল ৭টার দিকে বাজার করার জন্য বাড়ি থেকে বের হন তিনি। পরে পৌনে ৮টার দিকে বাসায় ফিরে আসেন। এসে দেখেন তার স্ত্রীর রক্তাক্ত গলাকাটা দেহ খাটের ওপর পড়ে আছে।
ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন তারা। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ গোয়েন্দা পুলিশের সদস্যরাও ঘটনাস্থলে কাজ করছেন।
ওসি আরও জানান, জিজ্ঞাসাবাদের জন্য বাসার কাজের মেয়ে ও তার স্বামীকে হেফাজতে নেওয়া হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে তারা কাজ করছেন।