Published : 03 May 2025, 07:28 PM
লালমনিরহাট সদর উপজেলায় সেপটিক ট্যাংক পরিষ্কারের সময় নিচে পড়ে গিয়ে এক কিশোর শ্রমিকের প্রাণ গেছে; এতে গুরুতর আহত হয়েছেন আরেক শ্রমিক।
শনিবার বেলা ১১টার দিকে উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের সাতপাটকী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান লালমনিরহাট সদর থানার ওসি নুরনবী সরকার।
নিহত ১৫ বছর বয়সি মারুফ হোসেন উপজেলার রাজপুর ইউনিয়নের হিরামানিক গ্রামের আব্দুল খালেকের ছেলে।
আহত আব্দুর রহিম (২২) একই এলাকার বাসিন্দা। তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি সেপটিক ট্যাংক পরিষ্কারের কাজ করছিলেন মারুফ ও রহিম। এক পর্যায়ে পা পিছলে মারুফ ট্যাংকের ভেতরে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে রহিম আহত হয়েছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মারুফের লাশ উদ্ধার লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম ছাড়া শ্রমিকদের দিয়ে সেপটিক ট্যাংক পরিষ্কার করানো হচ্ছে; যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়।
ওসি নুরনবী সরকার বলেন, “প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলে মনে হচ্ছে। তবে নিহতের স্বজনদের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে দেখা হবে।”