কিশোরগঞ্জে কৃষক হত্যায় একজনের মৃত্যুদণ্ড, ছয়জনের যাবজ্জীবন

আসামিরা সবাই একই গ্রামের বাসিন্দা।  

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2023, 12:25 PM
Updated : 17 Jan 2023, 12:25 PM

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় কৃষককে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক ছয় আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (ভারপ্রাপ্ত পিপি) আবু সাঈদ ইমাম জানান।

মৃত্যুদণ্ড পাওয়া কুদ্দুছ মিয়া (৫১) উপজেলার পশ্চিম কুতুবপুর গ্রামের শেখ ফালু মিয়ার ছেলে।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- আবুল কালাম (৬১), ধনু মিয়া (৫৬), ফুকন মিয়া (৩১), নিকুল মিয়া ৩৪), মুকুল মিয়া (৫৪) এবং সোনাহর মিয়া (৫১)।

এদের মধ্যে ফুকন মিয়া রায় ঘোষণার সময় পলাতক ছিলেন। আসামিরা সবাই একই গ্রামের বাসিন্দা।  

আবুল কালাম ও ধনু মিয়া মৃত্যুদণ্ড পাওয়া আসামি কুদ্দুছ মিয়ার বড় ভাই।

মামলার বরাতে আইনজীবী বলেন, জমির বিরোধের জেরে ২০১৫ সালের ১০ অক্টোবর রাতে কৃষক আমিরুল হক ওরফে আমরুত মিয়াকে নিজের ঘরে পিটিয়ে ও দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করেন আসামিরা। ১১ অক্টোবর আমিরুলের বড় ছেলে মো. শরীফ মিয়া বাদী হয়ে সাতজনকে আসামি করে হত্যা মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম ২০১৬ সালের ১ মার্চ অভিযোগপত্র দাখিল করেন।

আইনজীবী আবু সাঈদ ইমাম বলেন, সাজাপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই মাসের সাজা দেওয়া হয়েছে।

আসামিপক্ষে শহিদুল ইসলাম খসরু মামলাটি পরিচালনা করেন।